মেয়াদোত্তীর্ণ ৭৩ কনটেইনার পণ্য ধ্বংস শুরু

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
আমদানির পর নানা কারণে খালাস না হওয়ায় মেয়াদোত্তীর্ণ পচনশীল ৭৩ কনটেইনার পণ্য ধ্বংস শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস। সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টা থেকে নগরীর পতেঙ্গা আউটার রিংরোড লাগোয়া হালিশহর আনন্দবাজারে অনুমোদিত ডাম্পিং স্পটে এসব কনটেইনারের পচা পণ্য মাটি চাপা দিয়ে ধ্বংস করা হচ্ছে।
প্রথমদিন ১৫টির মতো কনটেইনার ধ্বংস করা সম্ভব হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মাহফুজ আলম। পরিবেশ সম্মত উপায়ে এসব পণ্য ধ্বংস করা হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা স্থায়ী আদেশ অনুযায়ী গঠিত কমিটির ২৫ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭৩ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে। ১৫ লটের এসব কনটেইনারে বন্দরের ভেতরে রেফার্ডসহ ড্রাই কনটেইনার আছে ১২টি। ড্রাই পণ্যের কনটেইনার রয়েছে ৬১টি। এসব কনটেইনারে ধ্বংসযোগ্য ও বায়োডিগ্রেডেবল (পচনশীল) আদা, সুপারি, খেজুর, জুস, ফিস ফিড, ফ্রোজেন ফিস ইত্যাদি রয়েছে।

ডিসি/এসআইকে/আরএআর