‘শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জাতিসংঘের

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য যা প্রয়োজন, তার সব কিছু করতে সরকারসহ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান।
সেসময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব কী ব্যবস্থা নিতে যাচ্ছেন এবং বাংলাদেশের সরকার আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করলে কী হবে?
জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিতের জন্য যা প্রয়োজন, তার সব কিছু করতে সরকার, রাজনৈতিক দলসহ সব অংশীজনদের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছি।’

ডিসি/এসআইকে/এমএসএ