প্রাক-প্রাথমিকের মেয়াদ দুই বছর হচ্ছে

ফাইল ছবি।

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির মেয়াদকাল আগামি বছর থেকে দুই বছর করতে যাচ্ছে সরকার।  চার বছর বয়স থেকেই শিশুদের এই শ্রেণিতে ভর্তি করা যাবে।  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গতকাল শুক্রবার এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাক-প্রাথমিক শ্রেণি দুই বছর মেয়াদী করার প্রস্তাবের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।  আগামি বছর থেকেই পরীক্ষামূলকভাবে তার বাস্তবায়ন শুরু হবে।  ইতোমধ্যে আমরা কনসেপ্ট ডেভেলপ করেছি, সেখানেই বলা আছে কীভাবে কী করব।  আগামি সোমবার একটি ভার্চুয়াল সভা করে আমরা প্ল্যান চূড়ান্ত করব।
বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঁচ বছরের বেশি বয়সী শিশুরা প্রাক-প্রাথমিক শ্রেণিতে এক বছর পড়াশোনা করে।  গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আগামি বছর প্রথম দফায় দেশের ২ হাজার ৫৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই বছরের প্রাক-প্রাথমিক চালু করা হবে।  পরের তিন থেকে চার বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব বিদ্যালয়ে এই ব্যবস্থা চালু হবে।
একজন কর্মকর্তা বলেন, প্রাক-প্রাথমিক শ্রেণি দুই বছর করার আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষাক্রম ও ক্ষুদে শিক্ষার্থীদের শিখন সামগ্রীর উন্নয়ন করবে।  এছাড়া নতুন করে এই শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণ ছাড়াও শিশুদের যত্ন নেওয়ার জন্য প্রতি বিদ্যালয়ে একজন কয়ে আয়া নিয়োগ দেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।
বর্তমানে প্রাথমিক পর্যায়ে দেশে পড়ালেখা করছে পৌনে দুই কোটি শিশু।  দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৬২০টি।  ২০১০ সালে স্বল্প পরিসরে প্রাক-প্রাথমিক শ্রেণি চালু করে সরকার।  ২০১৪ সালে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বছর মেয়াদি এই শ্রেণি চালু করা হয়।  জাতীয় শিক্ষানীতিতে পর্যায়ক্রমে দুই বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর কথা বলা আছে।

ডিসি/এসআইকে/এমএসএ