করোনা আরেকটু নিয়ন্ত্রণে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে : প্রধানমন্ত্রী

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পড়াশোনা অব্যাহত রাখতে অনলাইনে পাঠ চলমান রয়েছে।  করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে।  আরেকটু নিয়ন্ত্রণে এলেই আমরা স্কুল-কলেজ সব খুলে দেবো। তখন ছেলেমেয়েরা আরও সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে’।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।
সরকারপ্রধান বলেন, ‘আমরা এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করেছি।  তারা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। শতভাগ পাসের ব্যবস্থা হয়েছে। এতে স্কুল-কলেজে যেতে না পারার যে দুঃখ ছিল তা দূর হবে’।
এর আগে গত শনিবার (৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারি মাসটা আমরা করোনা পরিস্থিতি দেখবো।  তারপর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবো’।

ডিসি/এসআইকেে/এমএস