ইয়াং বাংলার নতুন সদস্য শেখ হাসিনা ও শেখ রেহানা

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
তরুণদের জাতীয় প্লাটফর্ম ইয়াং বাংলা নেটওয়ার্কের সদস্য হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যাকে ইয়ং বাংলার সদস্য করা হয়েছে বলে জানান প্ল্যাটফর্মটির উদ্যোক্তা বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
ববি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মা শেখ রেহানার সঙ্গে সেলফি তুলে তা পোস্ট করেন।  ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘ইয়ং বাংলার নতুন সদস্য!’
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার ভেরফায়েড ফেজবুক পেজ থেকে ববির পোস্টটি শেয়ার করেছেন।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনিশিয়েটিভের (সিআরআই) উদ্যোগে ‘ইয়ং বাংলা’ প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে।  এখানে বিভিন্ন তরুণ সংগঠন যুক্ত হয়ে উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ধরনের সহায়তা পেয়ে থাকে।  উল্লেখ্য যে, সিআরআই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের একটি প্রতিষ্ঠান।  সিআরআই এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন হচ্ছে বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।  এখানে ভাইস চেয়ারপার্সন হচ্ছেন সায়মা ওয়াজেদ পুতুল।

ডিসি/এসআইকে/এমএসএ