বাংলাদেশ রেল শ্রমিক লীগের জাতীয় শোক দিবস পালন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নেতৃতে দামপাড়া মোড় হতে শোক র‌্যালিটি নিয়ে শিল্পকলা একাডেমীস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।  শ্রদ্ধা নিবেদন শেষে নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী নাজিম উদ্দিন আজমলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে আজ বাঙালি হিসেবে আমরা গর্বিত।  জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে পরিচয় দিয়ে বলি আমরা বাঙালি।  সেই বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ও তার পরিবারকে হত্যা করে যে কলঙ্কময় ইতিহাস সৃষ্টি করেছে তা থেকে বাঙালি জাতিকে মুক্তি দিতে হলে বঙ্গবন্ধুর হত্যাকারী দন্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে।  অনুষ্ঠানে বিভিন্ন শাখা কমিটির নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তির

ডিসি/এসআইকে/এমএনইউ