রাঙ্গুনিয়ায় দ্রব্যমূল্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি >>>
চলমান পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের মূল্য স্বাভাবিক রাখতে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২৫ এপ্রিল) রমজানের প্রথম দিনে উপজেলার শান্তিরহাট, গোচরা, রোয়াজারহাট ও লিচুবাগান বাজারে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে মোট ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম। আদালতকে সহযোগিতা করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম যাতে বৃদ্ধি করা না হয় সেদিকে লক্ষ্য রেখে অভিযান চালানো হয়। মাস জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ডিসি/এসআইকে/এমজে