বাঁশখালীতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত ১

বাঁশখালী প্রতিনিধি >>>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশায় ব্রিক ফিল্ড ও সমাজের আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির সময় দুই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।  সেই হত্যা মামলার অন্যতম আসামি আজ শনিবার (১৬ মে) দিবাগত রাত ৩ টার দিকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাহারছড়া ইউপির ইলশা গ্রামের মৃত মোহাম্মদ মিয়ার পুত্র ব্যবসায়ী জয়নাল আবেদীন ঝন্টুর সাথে সমাজের আধিপত্য নিয়ে একই এলাকার দলিলুর রহমানের পুত্র নুরুল আবছারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।  এরই জের ধরে ২ জন নিহত হওয়ার অন্যতম প্রধান আসামি নুরুল আবচারের ছোট ভাই নুরুল আনচার প্রকাশ কালু (৪১) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হলেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, রাত ৩ টার দিকে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কয়েকজন আসামি বাহারছড়া আল মদিনা ব্রিক ফিল্ডে অবস্থান করার খবর পাই।  এরপর আমরা সেখানে অভিযান পরিচালনা করি।  এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।  আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।  এক পর্যায়ে সন্ত্রাসীর পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।  এ ঘটনায় পুলিশের ৪ জন সদস্য আহত হয়েছেন।  নিহত ব্যক্তির বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে বলে জানান ওসি।

ডিসি/এসআইকে/এমএমবিটি