সারাদেশে ২৪ ঘন্টায় মৃত্যু ১৬, শনাক্ত ৯৩০

ঢাকা ব্যুরো, দৈনিক চট্টগ্রাম >>>
সারাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।  এ নিয়ে দেশে এই রোগে মৃত্যু ৩০০ ছাড়িয়ে হয়েছে ৩১৪।  একই সময়ে ৬ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করে ৯৩০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৯৯৫ জন।  সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২৩৫ জন।  সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৪ হাজার ১৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ শনিবার (১৬ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেন।  তিনি জানান, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের সবাই পুরুষ।  তাদের মধ্যে ৭ জন ছিলেন ঢাকা মহানগরীর বাসিন্দা।  মহানগরের বাইরে ঢাকা জেলার ২ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, রংপুর বিভাগে ২ জন, গাজীপুরের ১ জন, মুন্সীগঞ্জের ১ জন এবং নরসিংদীর ১ জন।  তাদের মধ্যে একজনের বয়স ছিল ৭০ বছরের বেশি।  ৩ জনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরেরর মধ্যে, ৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।
বুলেটিনে জানানো হয়, সারা দেশে এখন ৪১টি ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা হলেও আগের দিন শুক্রবার (১৫ মে) ছিল বলে গত ২৪ ঘণ্টায় ৩৩টি ল্যাবে ৬ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষার তথ্য স্বাস্থ্য অধিদপ্তর হাতে পেয়েছে।  গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৯ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে; সারা দেশে এখন আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৪৬ জন- জানান নাসিমা সুলতানা।

ডিসি/এসআইকে/এমএসএ