ফটিকছড়িতে আবারো অভিযান, ১৬ ব্যবসায়ীকে জরিমানা 

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
ফটিকছড়ির বিবিরহাট বাজারে ১৮ মে ভোররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের একদিন পর আবারো উপজেলার কাজিরহাট বাজার এবং নারায়ণহাট বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।  এসময় ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়।  গত মঙ্গলবার (১৯ মে) সকাল ৫টা হতে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার অন্তর্ভুক্ত কাজিরহাট বাজার এবং নারায়ণহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।  এসময় সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট অসময়ে খুলে ব্যাপক জনসমাগম ঘটিয়ে সামাজিক নিরাপত্তার বিঘ্ন ঘটানোর অপরাধে মোট ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন মাত্রায় এসব জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলম।  তাকে সহযোগিতা করেন ভুজপুর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আব্দুল্লাহ ও ফোর্স।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন দৈনিক চট্টগ্রামকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালতপরিচালনা অব্যাহত থাকবে।

ডিসি/এসআইকে/এমজেইউ