অভি’র হত্যাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে : সংবাদ সম্মেলনে মায়ের অভিযোগ

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
নগরের আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রদল কর্মী মীর সাদেক অভি (২৪)।  গত মঙ্গলবার (২৩ জুন) রাত ২ টার দিকে চিকিৎসাধীন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।  মৃত্যুর আগে আহত অবস্থায় অভি নিজে বাদী হয়ে তার উপর হামলাকারীদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেছিলেন।  সেই মামলায় এখনো কাউকে গ্রেফতার না করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
সংবাদ সম্মেলনে অভির মা শিরীন আক্তার বলেন, আমার একমাত্র ছেলে।  ছোটবেলায় বাবা বিদেশে মারা যায়।  এই ছেলেকে আমি তিলে তিলে বড় করেছি।  এমন সময় এসে ছেলের মৃত্যু মেনে নিতে পারছি না।  খুনীদের সবাই চেনে।  তারা বুক ফুলিয়ে ঘুরছে।  আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছেলে হত্যার বিচার চাই।
আজ রবিবার (২৮ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবে মীর সাদেক অভির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ বলেন, অভির মৃত্যুর চারদিন অতিবাহিত হলেও এখনো পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।  অভি নিজে তার উপর হামলাকারীদের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে।  অভিযুক্ত চিহ্নিত মাদক কারবারি।  পুলিশ প্রশাসন কি মাদক কারবারি-সন্ত্রাসীদের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হচ্ছে?  যদি তাই হয় প্রশাসনকে অনুরোধ জানাবো- একজন মায়ের, একজন স্বামীহারা নারী ও একজন অবুঝ শিশুর দিকে তাকিয়ে হলেও মাদকের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ মীর সাদেক অভির হত্যাকারীদের গ্রেফতার করুন।  আগামি এক সপ্তাহের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করলে থানায় থানায় বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
অভি হত্যা মামলা যেন অন্যান্য মামলার মতো ধামাচাপা না পড়ে সে জন্য এ মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করার দাবি জানায় চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও নিহত অভির পরিবার।
সংবাদ সম্মেলন শেষে অভি খুনের প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে ষোলশহর ওয়ার্ড ছাত্রদলের ব্যানারে মানববন্ধন করেন ছাত্রদলের নেতারা।  সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি জিয়াউর রহমান, ছাত্রদল নেতা মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, সামিয়াত আমিন জিসান, এস এম রুম্মান, আবদুল্লাহ আল হাসান সোনা মানিক, এন মোহাম্মদ রিমন, কামরুল কুতুবী, কাইয়ুমুর রশিদ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিসি/এসআইকে/এমএনইউ