ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেইলিং : চট্টগ্রামের মোগলটুলীর ওয়াহিদ গ্রেফতার

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিভিন্ন মানুষের আইডি হ্যাক করে দীর্ঘদিন ধরেন ব্ল্যাকমেইলিং এর কাজে যুক্ত চট্টগ্রাম নগরের মোগলটুলী এলাকা থেকে সালমান মোহাম্মদ ওয়াহিদ (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।  ওয়াহিদ একজন প্রফেশনাল হ্যাকার হিসেবে পরিচিত।  তার বিরুদ্ধে নানান সময় মানুষের ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ ছিল দীর্ঘদিনের।
গ্রেফতারের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  গ্রেফতার সালমান মোহাম্মদ ওয়াহিদ নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী কমার্স কলেজ রোড এলাকার আবদুল মতিনের ছেলে।  তার বিরুদ্ধে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেইলের অভিযোগে মোগলটুলী এলাকা থেকে সালমান মোহাম্মদ ওয়াহিদ নামে এক হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়।  তিনি আরো বলেন, সালমান মোহাম্মদ ওয়াহিদ একজন হ্যাকার।  তিনি বিভিন্নজনের ব্যক্তিগত ফেসবুক আইডি, গ্রুপ ও পেজ হ্যাক করে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করেন।

ডিসি/এসআইকে/ইউএস