হাতি দিয়ে বাঁশখালীতে চাঁদাবাজি!

মু. মিজান বিন তাহের, বাঁশখালী প্রতিনিধি >>>
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী ও কক্সবাজারের চকরিয়া এলাকা জুড়ে হাতি দিয়ে চলছে ব্যাপক চাঁদাবাজি।  শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শেখেরখীল ও পুঁইছুড়ি ইউনিয়নের নাপোড়া প্রধান সড়ক ও প্রেম বাজার-ছনুয়া সড়ক এলাকায় প্রতিটি দোকান ও চলাচলকারী যানবাহন হতে হাতিকে দিয়ে চাঁদাবাজির দৃশ্য দেখা যায়।  প্রতিটি গাড়ি থেকে হাতিয়ে নিচ্ছে ১০ টাকা থেকে শুরু করে ১শ’ টাকা পর্যন্ত।  এভাবে বাঁশখালীর পুকুরিয়া, বানীগ্রাম, গুনাগরি, বৈলছড়ি, উপজেলা সদর, পৌরসভার মিয়ার বাজার, দারোগা বাজার, মনছুরিয়া বাজার, টাইম বাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজার, পুইছড়ি প্রেম বাজার পযর্ন্ত বাঁশখালী পিএবি প্রধান সড়কে রাস্তায় গাড়ি দাড় করিয়ে এবং প্রতিটি দোকান থেকে ২০-১০০ টাকা পর্যন্ত হাতি দিয়ে করা হচ্ছে ব্যাপক চাঁদাবাজি।
বাঁশখালীতে প্রতি বছর কয়েকবার এভাবে হাতি দিয়ে এব্যবসা পরিচালনা করে আসলেও তা যেন দেখার কেউ নেই।  প্রতিদিন কমপক্ষে ১০-২০ হাজার টাকা পর্যন্ত পায় বলে ধারণা করা হচ্ছে।  বাঁশখালী জুড়ে হাতি দিয়ে এভাবে চাঁদাবাজি করছে একটি চক্র।  প্রতিদিনই বিভিন্ন এলাকায় হাতি নিয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে চক্রের সদস্যরা।  প্রধান সড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ সড়কেও দেখা যাচ্ছে গাড়ি কিংবা বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করছে হাতির মাহুত।
এই চাঁদাবাজির কারণে অনেক সময় দেখা যায় প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।  প্রতিনিয়ত এসব অপরাধ কর্ম করে গেলেও প্রশাসন নিরব।  হাতি দিয়ে এই চাঁদাবাজির ব্যবসা যেন সাধারণ ব্যাপার।
ইতোমধ্যে এ ব্যবসা দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, পশ্চিম পটিয়া, বাঁশখালী, সাতকানিয়া, কক্সবাজারের চকরিয়াসহ বিভিন্ন উপজেলায় দেখা যাচ্ছে।  কেউ এই চাঁদা দিতে না চাইলে হাতি দাঁড় করিয়ে রাখা, ভয় দেখানো এমনকি কেউ প্রতিবাদ করলেই হাতি দিয়ে আক্রমণ করানো হয়।  এসব চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনসাধারণ।

ডিসি/এসআইকে/এমএমবিটি