চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা

রোকসানা আকতার রুনা, দৈনিক চট্টগ্রাম >>>
আগামি ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরজুড়ে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।  একই সড়কে একাধিক চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ রিকশা থেকে শুরু করে সব ধরণের যানবাহন ও পথচারীদের দেহ তল্লাশি করতে দেখা যাচ্ছে সর্বত্রই।  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সম্ভাব্য নির্বাচনী সহিংসতা প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।  অবৈধ অস্ত্র বহন ঠেকাতে চেকপোস্ট, নির্বাচন ঘিরে শহরে অবৈধ অনুপ্রবেশকারী রোধে ব্লক রেইড, এলাকাভিত্তিক সহিংসতা ঠেকাতে মোটরসাইকেল প্যাট্রোলসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
সরেজমিনে নগরের এস এস খালেদ রোড, জাকির হোসেন রোড, সিটি গেইট, জিইসি, কালুরঘাট ও অলংকার মোড় ঘুরে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষত নগর পুলিশের এই তৎপরতা চোখে পড়ে। সিএমপি’র দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, নগরের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপন করা হয়েছে তল্লাশি চৌকি।  আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত নিয়োজিত ফোর্সের পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।  যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি থানা এলাকায় পরিচালিত হচ্ছে ব্লক রেইড, ফুট পেট্রোলিং, বাইক প্যাট্রোলিং, কার প্যাট্রোলিং কার্যক্রম।  এছাড়াও লাইসেন্সবিহীন গাড়ি ব্যবহার করে যেন কেউ কোনো অপরাধ না করতে পারে সেজন্য ট্রাফিক চেকপোস্ট এর মাধ্যমে বিশেষ অভিযান চলছে।
 নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় নির্বাচন কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধ পরিকর।  নগরবাসীকে তাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যে কোনো ধরণের কার্যক্রমে নিরুৎসাহিত করা হচ্ছে।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর দৈনিক চট্টগ্রামকে জানান, চসিক নির্বাচনকে সামনে রেখে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং কোনো ধরণের অস্ত্রসস্ত্র নগরে প্রবেশ করতে না পারে সে জন্য আমরা যা করার তার সবই করছি।  কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে পুলিশ জান-মালের রক্ষায় সব ধরণের পদক্ষেপ আমরা নিবো।  তিনি জনসাধারণকে স্ব স্ব পরিচয়পত্র, যানবাহনের প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে রাখার অনুরোধ জানান।  কোনো ধরণের তথ্য থাকলে তা ৯৯৯ জরুরী সেবা নম্বরে জানাতেও অনুরোধ করেন।

ডিসি/এসআইকে/আরএআর