পেকুয়ায় ঢিলেঢালা লকডাউন

এম.জুবাইদ, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি >>>
কক্সবাজারের পেকুয়ায় ঢেলেঢালাভাবে লকডাউন বাস্তবায়িত হচ্ছে।  চলমান করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনী লকডাউন কার্যকরে মাঠে কাজ করছে।
বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে চট্টগ্রাম-বাশঁখালী-পেকুয়া আঞ্চলিক মহাসড়কের পেকুয়া অংশে দেখা যায়নি কোনো গণপরিবহন।।  কিন্তু টমটম, অটোরিকশা, সিএনজি অটোরিকশা চলেছে স্বাভাবিকভাবেই।  কিছু কিছু দোকানপাট বন্ধ থাকলেও বেশিরভাগই ছিল খোলা।  সরকারি যে বিধিনিষেধ তাই উপজেলায় মানা
বলতে গেলে সরকারী বিধি নিষেধ মানা হচ্ছে না বললেই চলে।  এমনকি নির্দেশনা অমান্য করে পেকুয়ার চৌমুহুনীতে নাজেম হোটেলের ভিতর বসিয়ে খাওয়া-দাওয়া করার সুযোগ পাচ্ছেন স্থানীয়রা।  দুপুরের দিকে উপজেলার বিভিন্ন জংশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)) মীকি মারমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  এ সময় পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীকি মারমা বলেন করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানুষকে সচেতন করতে সরকার ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত বিধিনিষেধ জারি করেছে।  সরকারি এই নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন দেশের আইনশৃঙ্খলা বাহিনীসহ সেনাবাহিনীর সহায়তায় মাঠে কাজ করছে।

ডিসি/এসআইকে/এমজে