রিয়েল এস্টেটের আড়ালে মদের ব্যবসা

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
রাজধানীর গুলশান ১ নম্বরে বাসা ভাড়া নিয়ে মদ বিক্রি করতো একটি চক্র। রাজধানীর বিভিন্ন এলাকায় এই বাসা থেকে মদ সরবরাহ করতো তারা। রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে তারা মদের ব্যবসা করতো। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে বিদেশি মদ সংগ্রহ করে লোকজনের কাছে পৌঁছে দিতো।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশান ১ নম্বরের ১২৮ নম্বর রোডের ৬ নম্বর বাড়ির ৬ তলায় অভিযান চালিয়ে এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রায় ৩০০ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মেহেদী হাসানসহ গুলশান ও মোহাম্মদপুর জোনের মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পুলিশ সদস্যরা (পরিদর্শক)।
রাশেদুজ্জামান বলেন, ‘কালাম রিয়েল এস্টেট নামক একটি প্রতিষ্ঠানের মালিকের ছেলে ফয়সালকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সেই সঙ্গে তাদের গাড়িচালক ইব্রাহিম ও আলমকে গ্রেফতার করা হয়। বিদেশি মদ রাখার অভিযোগে আমরা তাদের গ্রেফতার করি। সেই সঙ্গে দুটি গাড়িও জব্দ করা হয়েছে’।
তিনি বলেন, ‘তারা এসব মদ কোথা থেকে সংগ্রহ করতো কিংবা কতদিন ধরে সংগ্রহ করে আসছে, তা জিজ্ঞাসাবাদে জানা সম্ভব হবে। আমরা মাত্র তাদের গ্রেফতার করেছি, পরে জিজ্ঞাসাবাদ করবো। তাদের বিরুদ্ধে মামলা করা হবে’।
রাশেদুজ্জামান জানান, তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ২০০৯ সালের লাইসেন্স থাকলেও পরে তা রিনিউ করা হয়নি। আর মাদকের নিজস্ব লাইসেন্স থাকলেও এত মাদক মজুত কিংবা সংরক্ষণ করার আইনগত কোনো বৈধতা নেই।
গুলশানের ওই বাসা ছাড়াও ১১৩ নম্বর রোডের কালাম রিয়েল এস্টেটের একটি অফিস থেকেও বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় দুটি গাড়িও জব্দ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

ডিসি/এসআইকে/এমএকে