নিখোঁজের ৪ দিন পর উদ্ধার দুই সন্তানসহ নিখোঁজ সেই নারী

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
লক্ষ্মীপুরের রামগতিতে নিখোঁজের চারদিন পর বান্ধবীর বাসা থেকে দুই সন্তান সুরাইয়া জাহান সামিয়া (৮) ও বিবি ফাতেমাসহ (৪) মা মারজাহান বেগমকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ওই নারীর বাবার কাছে তাদের হস্তান্তর করা হয়। এর আগে সকালে চট্টগ্রামের পাহাড়তলিতে বান্ধবীর বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। মারজাহান রামগতি উপজেলার রামদয়াল এলাকার ব্যবসায়ী মো. হেলালের স্ত্রী।
পুলিশ জানায়, মারজাহানের বড় মেয়ে সামিয়া রামদয়াল বাজার আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির ছাত্রী। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সামিয়ার পরীক্ষা ছিল। সকাল ৯টার দিকে সামিয়া ও ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে তিনি স্কুলের উদ্দেশে ঘর থেকে বের হন। কিন্তু সকাল ১০টায় তার স্বামী হেলালকে স্কুলের শিক্ষক শিলা আক্তার ফোন দিয়ে সামিয়া পরীক্ষা দিতে না যাওয়ার বিষয়টি জানান।
এতে হেলাল বিভিন্ন স্থানে স্ত্রী-সন্তানদের খুঁজতে বের হন। কিন্তু আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সবখানে তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে তিনি ওই দিন রাতেই রামগতি থানায় নিখোঁজ জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে দুই সন্তানসহ তাকে উদ্ধারের পর বাবা জাফর আহমেদের জিম্মায় হস্তান্তর করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, জিডির পর আমরা বিভিন্ন থানায় দুই মেয়েসহ মারজাহানের সন্ধানে খবর পাঠাই। কিন্তু কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে মোবাইল নম্বর ট্র্যাকিং করে পাহাড়তলি থেকে তাকে উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরেই তিনি বান্ধবীর বাসায় চলে যান।

ডিসি/এসআইকে/এমএসএ