উখিয়ায় অস্ত্রসহ ৭ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
কক্সবাজারের উখিয়ায় তিন রোহিঙ্গাকে অপহরণ করার অভিযোগে অস্ত্রসহ সাতজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার গভীর রাতে ক্যাম্প-৯ এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত সাতজনের সবাই বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা। তারা হলেন- ক্যাম্প ৯-এর সি-১১ ব্লকের মো. সলিম, সি-১০ ব্লকের মো. ওসমান, সি-১৯ ব্লকের সৈয়দুল আমিন, সি-১৪ ব্লকের নুরুল আমিন, সি-১৮ ব্লকের বশির আহম্মদ, সি-২০ ব্লকের মো. ইলিয়াস ও সি-১৭ ব্লকের দিল মোহাম্মদ।
অপহৃত তিনজনের বরাত দিয়ে ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, ১৮ ডিসেম্বর রাত ৯টার দিকে ক্যাম্প-১০ থেকে তিনজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন আটককৃতরা। মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেয়। অপহরণের সংবাদের ভিত্তিতে অপহৃতদের উদ্ধারে তৎপর হয় পানবাজার পুলিশ ক্যাম্পের একটি দল।
পরে ক্যাম্প ৯-এর সি-১৫ ব্লকে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ সাতজন অপহরণকারীকে আটক করা হয়। এছাড়া অপহৃত তিন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

ডিসি/এসআইকে/এফআরইউ