রাঙামাটিতে বাস উল্টে দুমড়ে-মুচড়ে গেল তিন অটোরিকশা, আহত ২০

রাঙামাটি প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
রাঙামাটির কাউখালী উপজেলা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে সেগুলো দুমড়ে-মুচড়ে যায়।  এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।  আহতদের মধ্যে বাসের চালককে চট্টগ্রাম ও চারজনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আজ রবিবার (২২ মে) বিকেল ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  এতে কোনো প্রাণহানি না ঘটলেও বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা পরিবহনের একটি বাস ঘাগড়া এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারায়।  এসময় বাসটি রাস্তার পাশের টিলায় ধাক্কা দিয়ে উল্টে তিনটি সিএনজি অটোরিকশার ওপর পড়ে।  এতে অটোরিকশাগুলো দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাসে ও রাস্তার পাশে থাকা প্রায় ২০ জন আহত হন।  রাঙামাটি ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, বিকেল সাড়ে ৩ টার দিকে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে রাঙামাটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  তাদের মধ্যে বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।  অপর চারজনকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ডিসি/এসআইকে/এমএ