চসিক কাউন্সিলরের বাসা থেকে পুত্রবধূর মরদেহ উদ্ধার

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের পাহাড়তলীতে স্থানীয় এক কাউন্সিলরের বাসা থেকে তার পুত্রবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মধ্যম সরাইপাড়ার আমিন ভবন থেকে শনিবার (২ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
২২ বছর বয়সী নিহত রেহনুমামনি ফেরদৌস ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদ আমিনের স্ত্রী।  রেহনুমামনির বাবা তারেক ইমতিয়াজ ইমু আলকরন ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি।  তিনি ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রয়াত তারেক সোলায়মান সেলিমের ভাই।  রেহনুমামনির ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা সকালে খবর পেয়ে কাউন্সিলর সাহেবের বাড়িতে গিয়ে বাসার খাটে মরদেহটি পেয়েছি।  নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল, তবে শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  শ্বশুরবাড়ির লোকের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।  এখনও রেহনুমামনির পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।  অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।  আমরা বিষয়টি তদন্ত করছি।  মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’।
ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি রেহনুমামনির পরিবারের।  তার বাবা তারেক বলেন, ‘বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন কারণে তারা আমার মেয়েকে মানসিক নির্যাতন করত।  কয়েকবার পারিবারিকভাবে বৈঠক করে এটা সমাধানের চেষ্টা করেছি আমরা।  এমনকি গত ঈদের তিন দিন পর সর্বশেষ বৈঠকটা করেন সাবেক সিটি মেয়র নাছির ভাই।  তার পরও ওরা আমার মেয়েকে নির্যাতন করত।  এটা পরিকল্পিত হত্যা, আমরা মামলা করব’।
এ বিষয়ে কাউন্সিলর নুরুল আমিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডিসি/এসআইকে/এমএসএ