পুত্রবধূর লাশ উদ্ধারের ঘটনায় চসিক কাউন্সিলরের স্ত্রী-ছেলের বিরুদ্ধে মামলা

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. নুরুল আমীনের পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের মৃত্যুর ঘটনায় মামলা করেছে তার পরিবার।  এতে রেহনুমার স্বামী নওশাদুল আমীন ও শাশুড়ি পপিকে অভিযুক্ত করা হয়েছে।
শনিবার (২ জুলাই) রাতে নগরের পাহাড়তলী থানায় মামলাটি করেন রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ।  এরপরই আগে থেকে হেফাজতে থাকা নওশাদুল আমীনকে গ্রেফতার দেখায় পুলিশ।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রেহনুমার বাবা মামলা করেছেন।  সেই মামলায় তার স্বামী নওশাদুল আমিনকে গ্রেফতার দেখানো হয়েছে।
জানা যায়, মামলার এজহার জমা দিতে শনিবার রাত ১১ টার দিকে থানায় যান তারেক ইমতিয়াজ।  তিনি প্রায় দু’ঘণ্টা থানায় ছিলেন।  এছাড়া দুপুর থেকেই পুলিশ হেফাজতে ছিলেন নওশাদুল আমীন।
শনিবার সকাল ১০ টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের বাসা থেকে তার পুত্রবধু রেহনুমা ফেরদৌসের লাশ উদ্ধার করে পুলিশ।  এরপর থেকে কাউন্সিলরের পরিবার এটিকে আত্মহত্যা বলে আসলেও হত্যাকাণ্ড বলে দাবি করছে রেহনুমার পরিবার।

ডিসি/এসআইকে/আরসি