মাদকের মামলায় সেন্টমার্টিনের সাবেক ইউপি সদস্যের ৭ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
মাদক মামলায় সেন্টমার্টিনের সাবেক ইউপি সদস্য আবদুর রউফকে (৪২) সাত বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।  এছাড়া তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ওই আদেশ দেন।  দণ্ডিত রউফ টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের দক্ষিণ পাড়ার আব্দুল হকের ছেলে।  তিনি সেন্টমার্টিন ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ২০১৮ সালের ১৫ মার্চ ২ লাখ ৯৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। কিন্তু অভিযানের সময় পাচারকারী পালিয়ে যায়।  পরে কোস্টগার্ড ইউপি সদস্য আবদুর রউফকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা করে।  মামলার তদন্ত কর্মকর্তা ২০১৯ সালের ৪ এপ্রিল আদালতে প্রতিবেদন জমা দেন।  মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সোমবার এই রায় ঘোষণা করেন।

ডিসি/এসআইকে/এফইউআর