মিরসরাইয়ে মেয়রসহ তিনজনকে গুলি করার ঘটনায় রিপনের বিরুদ্ধে মামলা

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
ফেনী নদীতে বালু তোলাকে কেন্দ্র করে চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার মেয়রসহ তিনজন গুলিবিদ্ধের ঘটনায় মামলা হয়েছে। এতে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক রিপনসহ ২০ জনকে আসামি করা হয়।
শনিবার (১৫ অক্টোবর) সকালে সোনাগাজী মডেল থানায় মামলাটি করেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। হামলার ঘটনায় শাকিল ও নুর আলম নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দ্যাইয়ান বলেন, ইউপি চেয়ারম্যান রিপনকে প্রধান আসামি করে ২০ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বালু তোলাকে কেন্দ্র করে ১৪ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় মুহুরি সেচ প্রকল্প সংলগ্ন ফেনী নদীর কলমির চর এলাকায় পৌর মেয়র রেজাউল করিম খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছিলেন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ডিসি/এসআইকে/এমএসএ