হালিশহরে ভোক্তা অধিকারের অভিযানে ৪৫ হাজার টাকা জরিমানা

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম নগরের হালিশহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী বাজার তদারকি অভিযান চালানো হয়েছে। এ সময় সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুল রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সিএমপির একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, অভিযানকালে ১টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ডিসি/এসআইকে/আরএআর