দীঘিনালায় পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

দীঘিনালা প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
পার্বত্যজেলা খাগড়াছড়ির দীঘিনালা ‍উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  মো. ফাহিম (৮) নামের এই শিশু উপজেলার ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং দক্ষিণ মিলনপুর এলাকার মো. আলীর ছেলে।
রবিবার (৮ নভেম্বর) সকালে কবাখালী এলাকার জালালাবাদ জামে মসজিদে পাশে খেলার সময় পুকুরে পড়ে গেলে নির্মম এই ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার সকালে কবাখালী এলাকার জালালাবাদ জামে মসজিদে পাশে মোটরসাইকেলের টায়ার দিয়ে খেলার সময় টায়ারটি পুকুরের পানিতে পড়ে যায়।  টায়ারটি তোলার চেষ্টা করে সে।  এক পর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে যায়।  কয়েক ঘন্টা পরে তার অন্য বন্ধরা পুকুরের পানিতে ভেসে উঠতে দেখতে পায়।
পরে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিসি/এসআইকে/এসএম