৩৫ ডিএনএ নমুনা সংগ্রহ ২০ মরদেহ শনাক্তে

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্তে তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২০টি মরদেহের বিপরীতে ৩৫ জনের নমুনা নেওয়া হয়েছে।
সোমবার (৬ জুন) বিকেলে সিআইডির নাজমুল আলম টুটুল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২০টি মরদেহের বিপরীতে ৩৫ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
শনাক্ত হয়নি এমন মরদেহ রয়েছে ১৯ জনের- সেক্ষেত্রে ২০ পরিবারের ডিএনএ পরীক্ষা কেন জানতে চাইলে সিআইডির এ কর্মকর্তা বলেন, কয়েকজনের মরদেহ তাদের পরিবার শনাক্ত করে নিলেও সন্দেহ থাকায় তারা আবার ডিএনএ নমুনা দিয়েছেন।

ডিসি/এসআইকে/আরএআর