চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার ভেঙে যান চলাচল বন্ধ

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামে নগরে হঠাৎ ভারী বৃষ্টিতে জাকির হোসেন রোডে বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার ও গাছপালা ভেঙে পড়েছে। এতে এম ই এস কলেজ মোড় থেকে জিইসি মোড়ের যানচলাচল বন্ধ হয়ে যায়। বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা সরাতে একযোগে কাজ করে বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার (৬ মে) বিকাল ৩টা পর থেকে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া শুরু হয়। এরপরই চট্টগ্রাম গণপূর্ত ও গৃহায়ণ দপ্তরের সামনে থাকা বৈদ্যুতিক খুঁটি ট্রান্সফরমার রাস্তায় পড়ে যায়।
খুলশী বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান কর্মকর্তা নুর উদ্দিন বলেন, ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া কারণে দুইটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংযুক্ত ট্রান্সফরমার রাস্তায় ভেঙে পড়েছে। সংযোগ বন্ধ থাকায় কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে।

ডিসি/এসআইকে/আরএআর