নতুন আক্রান্ত ৪১৪, মৃত্যু ৭ : আক্রান্তের তুলনায় সুস্থতা একেবারেই কম

ঢাকা ব্যুরো, দৈনিক চট্টগ্রাম >>>
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪১৪ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে হয়েছে ৪ হাজার ১৮৬ জন। আর একই দিনে আরো ৭ জনের মৃত্যুর পর মোট ১২৭ জনের মৃত্যু হলো দেশে। যে পরিমাণে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার তুলনায় দেশে সুস্থ হওয়া ব্যক্তিদের সংখ্যা খুবই নগন্য। গত ২৪ ঘন্টায় ১৬ জনসহ বাংলাদেশে করোনা আক্রান্ত হওয়ার প্রথম দিন থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মাত্র ১০৮ জন।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, নতুন ৪১৪ সহ মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪ হাজার ১৮৬ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১২৭ জন।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে। তবে এ মুহূর্তে তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতিদিন গড়ে ২ হাজার করে মানুষের মৃত্যু হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৩৫৩ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৪৬ হাজার ৪৪৬। অন্যদিকে সুস্থ হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৭২৩ জন

ডিসি/এসআইকে/এমএসএ