২৪ ঘন্টায় মৃত্যু আরো ৯ জনের, সনাক্ত ৩০৯

ঢাকা ব্যুরো, দৈনিক চট্টগ্রাম >>>
নতুন করে দেশে নভেল করোনা ভাইরাস কোভিড আক্রান্ত ৯ জন মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে ৩৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে ৩০৯ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের, আক্রান্ত হয়েছেন মোট ৪৯৯৮ জন। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টার প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি এই মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ বুলেটিনে বলা হয়- এখন পর্যন্ত দেশের মোট ৬০ জেলায় করোনা সংক্রমণ ঘটেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশে মোট ৩৭৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০৯ জনের মধ্যে কোভিড- ১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট ৪৯৯৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হলেন। একই সময়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে এই রোগে মোট ১৪০ জনের মৃত্যু হলো। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৫ জন নারী এবং ৪ জন পুরুষ। এরমধ্যে ৩ জন রাজধানী ঢাকার এবং বাকিরা নারায়ণগঞ্জ, জয়পুরহাটসহ বিভিন্ন জেলার। মৃত ৯ জনের মধ্যে ৭ জনের বয়স ৭০ বছরের উপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১ জন এবং ৬১-৭০ বছরের মধ্যে আছেন ১ জন। তিনি আরো জানান, এখন পর্যন্ত দেশের মোট ৬০ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ ঘটেছে।

ডিসি/এসআইকে/এমএসএ