বোয়ালখালী থানায় স্থাপিত হলো জীবাণুনাশক চেম্বার

বোয়ালখালী প্রতিনিধি >>>
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হকের নির্দেশনায় বোয়ালখালী থানার মূল ফটকে থানার অফিসার ফোর্স এবং থানায় আগত জনসাধারণের সুরক্ষার জন্য করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক চেম্বার (Disinfecting Chamber) বসানো হয়েছে।  আজ শুক্রবার (৮ মে) বেলা ১১ টায় জীবাণুনাশক এই চেম্বার স্থাপনের পর উদ্বোধন করেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল করিম।
এসময় উপস্থিত ছিলেন এসআই তাজ উদ্দিন, এসআই জাহাঙ্গীর আল আমান, এসআই আরিফুর রহমান, এসআই আব্দুল কুদ্দুস, এএসআই পেয়ার উদ্দিন, এএসআই আনিসুজ্জামান, এএসআই রতন কুমার মল্লিকসহ থানার পুলিশ সদস্যবৃন্দ।
এসময় মোহাম্মদ আব্দুল করিম দৈনিক চট্টগ্রামকে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে থানায় দায়িত্বরত ফোর্সরা বাহিরে গেলে থানায় ফিরে এসে জীবাণুমুক্ত হয়ে যাতে থানায় প্রবেশ করে আর আগত জনসাধারণও জীবাণুমুক্ত হয়ে থানায় সেবা নিতে পারে সে জন্য আমাদের এই ব্যবস্থা।  আশা করি, এই জীবাণুনাশক চেম্বার কিছুটা হলেও আমাদের সুরক্ষা দিতে ভূমিকা রাখবে।

ডিসি/এসআইকে/এসএইচজে