কক্সবাজারের সকল টেইলার্স বন্ধ থাকবে

ফারুক রিয়াদ, কক্সবাজার থেকে >>>
সারাবিশ্বে চলমান করোনা মহামারি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সকল প্রকার টেইলার্স বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার টেইলার্স মালিক সমিতি।  শনিবার (৯ মে) সদস্যদের এক জরুরি বৈঠকে সকল-সদস্যার সম্মতিক্রমে আসন্ন ঈদকে সামনে রেখে করোনা যাতে বিস্তার ছড়াতে না পারে, তার জন্য দেশবাসীর কল্যাণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে সমিতির সভাপতি মুনাফ সিকদার দৈনিক চট্টগ্রামকে জানান, দেশ ও জনগণের স্বার্থে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কক্সবাজারের আওতাধীন সকল টেইলার্স বন্ধ ঘোষণা করা হয়েছে।  সেই সাথে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমিতির সকল সদস্যগণকে অযথা ঘর থেকে বাহির না হয়ে করোনা যুদ্ধে সবাইকে ভূমিকা রাখার আহবান জানান।  এই সময়ে সদস্য-সদস্যাদের কোনো সমস্যা হলে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

ডিসি/এসআইকে/এমএএইচ