দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৮৭ জন শনাক্ত, ১৪ জনের মৃত্যু

ঢাকা ব্যুরো, দৈনিক চট্টগ্রাম >>>
দেশজুড়ে ২৪ ঘণ্টায় আরো ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।  গত দুই মাসে এটাই সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা।  এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬৫৭ জন।  এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৪ জন।  এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৮ জনে।  মৃত্যুবরণ করা ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী।
আজ রবিবার (১০ মে) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৬৪২টি।  এর মধ্যে আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ৫ হাজার ৭৩৮টি।  পরীক্ষা করা নমুনার মধ্যে ৮৮৭ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।  এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ১৪ জন মারা গেছেন।  এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২২৮ জনে দাঁড়িয়েছে।  এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন।  এ নিয়ে মোট সুস্থ হলেন ২ হাজার ৬৫০ জন।
তিনি জানান, মারা যাওয়া রোগীদের বয়স বিশ্লেষণে চার জন নারীর মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছেন ২ জন।  ১০ জন পুরুষের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন ১ জন।
নাসিমা সুলতানা জানান, করোনায় সুস্থতার হার ১৮ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক পাঁচ শতাংশ।  স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৬৯ জনকে এবং আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৭১ জন।  বর্তমানে মোট আইসোলেশনে আছেন ২ হাজার ১১৫ জন।  আর এ পর্যন্ত আইসোলেশন থেকে মোট ছাড়া পেয়েছেন ১ হাজার ১১৪ জন।  সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে ৮ হাজার ৬৩৪টি; যা গতকালের চেয়ে ৪০টি বেশি।

ডিসি/এসআইকে/এমএসএ