মানিকছড়িতে মশারী বিতরণ যেন মহাসমাবেশ!

মো. আকতার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি >>>
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মানুষের মাঝে মশারি বিতরণ করা হচ্ছে, সেখানে মানা হচ্ছে না কোনো সামাজিক দুরত্ব।  একে অন্যের সাথে গা ঘেঁষে দাঁড়িয়েছেন মশারি নিতে।  এ যেনো পুরো পরিস্থিতি অনেকটা মহাসমাবেশে রূপ নিয়েছে।  মহামারি করোনা প্রতিরোধের জন্য সরকারের আদেশে সামাজিক দুরত্ব নিশ্চিতে জনসমাগম না করার নির্দেশ থাকলেও তা মানছেন না ব্র্যাক কর্তৃপক্ষ মানিকছড়ি শাখা।  যদিও অতি প্রয়োজন হলে সামাজিক দুরত্ব নিশ্চিত করে কার্যক্রম করতে বলা হয়েছে।
রবিবার (১০ মে) সরেজমিনে গিয়ে দেখা গেছে, মানিকছড়ি উপজেলার সদর ইউনিয়ন মুসলিম পাড়া ও বাটনাতলী ইউনিয়নসহ দুইটি স্থানে মশারী বিতরণ করছেন ব্র্যাকের কর্মীরা।  মশারী নেওয়ার জন্য আগে থেকে নির্ধারিত স্থানে মানুষের লম্বা লাইন লক্ষ্য করা গেছে।  একজন অপরজনের গায়ের সাথে গা লাগিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন।  হুরোহুরি করে মশারী নিচ্ছেন তারা, মানা হচ্ছে না কোনো ধরনের সামাজিক দুরত্ব।
মশারী নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো মনোয়ারা বেগম ও আয়শা বেগম বলেন, ব্র্যাক থেকে বিনামূল্যে মশারী দিবে আমাদেরকে।  পাড়া কর্মীরা খবর দিয়েছে আসার জন্য।  তাই লাইনে দাঁড়িয়েছি।  কিন্তু প্রচুর লোকের সমাগম হওয়ার কারনে করোনার ভয় থাকলেও উপায় নেই।
এতো মানুষের সমাগম হওয়ার কারনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা করছেন উপজেলার সচেতন মহল।
এই বিষয় ব্র্যাক মানিকছড়ি শাখার ব্যবস্থাপব মিলন ঘোষ বলেন, আমরা যথেষ্ট চেষ্ট করেছি সামাজিক দুরত্ব বজায় রেখে মশারী বিতরণ করতে।  কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি।  সরকারি নির্দেশনায় জনসমাগম না করার জন্য নিষেধাজ্ঞা থাকলেও কেন করলেন- জানতে চাইলে তিনি বলেন, আমার অফিস থেকে চাপ দিয়েছে মশারী বিতারণ করতে, তাই করেছি।  এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগকে অবগত করেছি।  স্বাস্থ্য বিভাগ সামাজিক দুরত্ব রেখে করতে বলেছে।

ডিসি/এসআইকে/এমএএইচ