চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১৩১৮, মৃত্যু ৪৯

বিশেষ প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম
নানান নাটকীয়তার পর একদিন পর জানানো হলো চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীদের তথ্য।  গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯০ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার মাধ্যমে শুধু চট্টগ্রাম জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে।  একই সময়ে আরো ৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে জেলায় কোভিড- ১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তির সংখ্যা হয়েছে ৪৯ জন।  ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে গত বৃহস্পতিবার (২১ মে) করা ৪৬২টি নমুনা পরীক্ষায় ৯০ জনের শনাক্ত হওয়ার এ ফল আসে বলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী দৈনিক চট্টগ্রামকে জানিয়েছেন।
তিনি জানান, সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে বৃহস্পতিবার (২১ মে) ২৬৪টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে ২০ জনের।  এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ১০ এবং বিভিন্ন উপজেলার ১০ জন রয়েছেন।  চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একইদিন পরীক্ষা হয় ১২৯টি নমুনা।  এর মধ্যে ৭০ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।  এদের মধ্যে মহানগর এলাকার ৬৭ জন এবং উপজেলার তিনজন রয়েছেন।  খুলশীস্থ সিভাসু ল্যাবে ৬৯টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের কারও করোনাভাইরাস পজিটিভ মেলেনি।  এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করা পরীক্ষায়ও চট্টগ্রামের কারও পজিটিভি পাওয়া যায়নি বলে সিভিল সার্জন জানান।  এই সময়ে আরো ৪ জন আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন বলেও তিনি জানান।
২১ মে’র শনাক্তকৃত রোগীসহ চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৩১৮ জন আর মৃত্যুবরণ করেছেন ৪৯ জন।  সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২০ মে) পর্যন্ত চট্টগ্রামে সুস্থ হয়েছেন মোট ১৪০ জন যা শতকরা হিসেবে ১১%।  আইসোলেশনে থাকা ব্যক্তির সংখ্যা ১৬৩ জন।  বয়সভিত্তিক রোগীর পরিসংখ্যান অনুসারে ২০ মে (মঙ্গলবার) পর্যন্ত, ০ থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন পুরুষ এবং ১৩ জন নারী আক্রান্ত হয়েছেন যার শতকরা হিসেবে মোট আক্রান্তের ৩%।  ১১ থেকে ২০ বছরের মধ্যে পুরুষ ৫৪ এবং নারী ৩৬ জন আক্রান্ত হয়েছেন যার মোট আক্রান্তের শতকরা ৭%।  ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২২৪ জন পুরুষ এবং ৭৪ জন নারী আক্রান্ত হয়েছেন যার শতকরা হিসেব দাঁড়ায় মোট আক্রান্তের ২৪%।  ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৭০ জন পুরুষ এবং ৭২ জন নারী আক্রান্ত হয়েছেন যাদের শতকরা হিসেব মোট আক্রান্তের ২৮%।  ৪১-৫০ বছর বয়সী ১৫১ জন পুরুষ এবং ৪৭ জন নারী আক্রান্ত হয়েছেন যা মোট আক্রান্তের শতকরা ১৬%।  ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৪১ জন পুরুষ এবং ২৮ জন নারী আক্রান্ত হয়েছেন যা মোট আক্রান্তের ১৪% এবং ৬০ বছরের উর্ধ্বে ৮০ জন পুরুষ এবং ১৯ জন নারী আক্রান্ত হয়েছেন যা মোট আক্রান্তের ৮%।

ডিসি/এসআইকে/আইএস