ডা. জাফরুল্লাহ করোনা পজিটিভ

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।  আজ সোমবার (২৫ মে) রাত সাড়ে আটটার দিকে তিনি নিজেই এ তথ্য জানান।
জাফরুল্লাহ চৌধুরী জানান, গতকাল রবিবার (২৪ মে) সন্ধ্যায় তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে তিনি পরীক্ষা করান।  গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটেই তার পরীক্ষা করানো হয় বলে জানান তিনি।  যার ফলাফল পজিটিভ এসেছে।  তিনি জানান, গতকাল ইফতারের আগে আমার জ্বর আসে সেইসঙ্গে কাশি দেখা দেয়।  এরপর গণস্বাস্থ্যের কিট দিয়েই পরীক্ষা করি।  আর এন্টিজেন পজিটিভ আসে।  আমি করোনায় আক্রান্ত হবার কারণে সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যাই।
তিনি আরও বলেন, গণস্বাস্থ্যের কিট আছে বলেই সঙ্গে সঙ্গে জানতে পেরেছি।  না হলে আমি ১শ’ জনকে আক্রান্তও করে ফেলতে পারতাম।
তিনি ভালো আছেন জানিয়ে রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ডিসি/এসআইকে/এমএসএ