চট্টগ্রামে কোভিড- ১৯ সংক্রমণ : সর্বোচ্চ আক্রান্ত হাটহাজারিতে, ফটিকছড়িতে কম

মো. নুর উদ্দিন, নগর প্রতিবেদক >>>
চট্টগ্রাম জেলার ১৪ উপজেলাকেই ছড়িয়েছে নভেল করোনা ভাইরাস কোভিড- ১৯।  ১৫তম উপজেলা কর্ণফুলীকে নগরের পরিসংখ্যানে যুক্ত করায় উপজেলার পরিসংখ্যানে এটি আসেনি।  গতকাল ২৯ মে (শুক্রবার) জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুসারে চট্টগ্রামে করোনা ভাইরাস কোভিড- ১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৫৮৩ জন।  এরমধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার রয়েছেন ২ হাজার ৩৬ জন।  আর জেলার ১৪ উপজেলার রয়েছেন ৫৪৭ জন।  নগরের এলাকাভিত্তিক পরিসংখ্যান প্রকাশ না করলেও প্রতিদিনই উপজেলাভিত্তিক করোনায় আক্রান্ত ব্যক্তিদের পরিসংখ্যান তুলে ধরেছে স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ২৯ মে’র প্রতিবেদন অনুসারে চট্টগ্রামের ১৪ উপজেলায় কোভিড- ১৯ এ আক্রান্ত হয়েছেন মোট ৫৪৭ জন।  এরমধ্যে ৮৭ জন আক্রান্ত ব্যক্তি নিয়ে শীর্ষে আছে মধ্যপ্রাচ্যখ্যাত হাটহাজারি উপজেলা।  এরপরেই পটিয়া উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়।  আর ৮১ জন আক্রান্ত ব্যক্তিকে নিয়ে সীতাকুণ্ড উপজেলা রয়েছে তৃতীয় অবস্থানে।
অন্যদিকে লোহাগাড়া উপজেলায় ৫৭ জন, সাতকানিয়া উপজেলায় ৪৫ জন, চন্দনাইশ উপজেলায় ৪০ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ৩৬ জন, বোয়ালখালী উপজেলায় ২৯ জন, বাঁশখালী উপজেলায় ২৫ জন, রাউজান উপজেলায় ১৯ জন, সন্দ্বীপ উপজেলায় ১৭ জন, আনোয়ারা উপজেলায় ১০ জন, মিরসরাই উপজেলায় ৯ জন এবং ফটিকছড়ি উপজেলায় ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ডিসি/এসআইকে/এমএনইউ