শ্বাসকষ্টে ড. জাফরুল্লাহ, স্ত্রী-সন্তানও আক্রান্ত

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
শ্বাসকষ্ট বেড়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর।  তবে শরীরে কোনো জ্বর নেই বলে তিনি জানান।  এদিকে গণস্বাস্থ্যের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর কিটের ফলাফলেও তার স্ত্রী ও ছেলের করোনা ভাইরাস কোভিড- ১৯ পজিটিভ এসেছে।  ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেই আজ রবিবার (৩১ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘আমার স্ত্রী ও ছেলের করোনা পজিটিভ।  আমাদের কিটে টেস্ট করা হয়েছিল।  তাতে তারা পজিটিভ এসেছিল।  আজকে (রবিবার) বিএসএমএমইউর পিসিআর কিটের ফলাফল দিয়েছে, তাতেও তাদের করোনা পজিটিভ এসেছে’।  তিনি জানান, ‘আমার জ্বর নেই, কিন্তু শ্বাসকষ্ট আছে’।
উল্লেখ্য, গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেই জানান তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে।  পরে বিএসএমএমইউতে করা পরীক্ষাতেও তাঁর করোনা পজিটিভ আসে।

ডিসি/এসআইকে/এমএসএ