করোনায় ‘চিরকালের জন্য শিক্ষার সুযোগ হারাতে পারে বিশ্বের ১ কোটি শিশু’

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
কোভিড-১৯ মহামারির কারণে ক্রমবর্ধমান দারিদ্র্য এবং বাজেট কমিয়ে আনার ফলে বিশ্বব্যাপী প্রায় ৯৭ লাখ শিশু চলতি বছরের শেষ নাগাদ ‘চিরকালের জন্য স্কুল ছাড়াতে বাধ্য হতে পারে’।  সোমবার (১৩ জুলাই) এ সতর্কবার্তা জানিয়েছে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মূলত ইয়েমেন, আফগানিস্তান এবং পশ্চিম ও মধ্য আফ্রিকার ১২টি দেশের শিশুরা করোনার কারণে জারি করা লকডাউন উঠে যাওয়ার পরও আর স্কুলে ফিরে না যাওয়ার চরম ঝুঁকিতে রয়েছে।  এছাড়া একই ধরনের উচ্চ বা মাঝারি ঝুঁকিতে রয়েছে বিশ্বের অন্য আরও ২৮টি দেশ।
কোভিড-১৯ মহামারি চলাকালীন লকডাউনের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ১.৬ বিলিয়ন শিশু স্কুল থেকে ছিটকে পড়েছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।
এদিকে করোনা পরিস্থিতিতে পরিবর্তিত শিক্ষা ব্যবস্থা এবং বাজেট সংকটের কারণে শিক্ষা ক্ষেত্রে ধনী-দরিদ্র এবং ছেলে-মেয়ে বৈষম্য আরও বেড়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন।

ডিসি/এসআইকে/এমএসএ