করোনা ভাইরাস : দুই দিনে চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগের ১২ জন আক্রান্ত

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম  >>>
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের ১২ জন কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।  এ কারণে দফতরের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  মাত্র দুই দিনের ব্যবধানে তাদের মধ্যে করোনা শনাক্তের ঘটনায় চাপা আতঙ্ক বিরাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।  তিনি জানান, ‘আমাদের অফিসের ১০ থেকে ১২ জন কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে।  এ কারণে দফতরের কাজ চালানোই কঠিন হয়ে পড়েছে।  এ অবস্থায় আমরা সকল কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবার ও সংস্পর্শে আসা সকলের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছি’।  তিনি আরো জানান, ‘হয়তো আমাদের মধ্যে কেউ একজন প্রথমে সংক্রমিত হয়েছিলেন।  পরে ভাইরাসটি সকলের মধ্যে ছড়িয়ে পড়ে।  এ বিষয়ে আমরা আরও বেশি সতর্ক হওয়ার চেষ্টা করছি’।

ডিসি/এসআইকে/এমএনইউ