চট্টগ্রামে প্রতি ৫ জনের পরীক্ষায় ২ জনই করোনা রোগী

ছবি সংগৃহিত

দৈনিক চট্টগ্রাম ডেস্ক  >>>
চট্টগ্রাম জেলায় গত এক দিনে যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের ৪০ শতাংশের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; শহরের আশপাশের উপজেলাগুলোতেও বাড়ছে সংক্রমণ।  সোমবার (২৪ জানুয়ারি) জেলার সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৯৮৯ জনের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।  এই সময়ে কোভিডে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
সিভিল সার্জন ডা. মো ইলিয়াছ চৌধুরী বলেন, ২ হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া গেছে।  শনাক্তের হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ।
নতুন রোগীদের মধ্যে ৬৭৭ জন মহানগরীর এবং ৩১২ বিভিন্ন উপজেলার বাসিন্দা।  রবিবারের ১৫ উপজেলায় মোট ২০৪ জনের নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছিল।
সোমবারের প্রতিবেদন বলছে, পটিয়া উপজেলায় ৬২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।  হাটাহাজারী ও সীতাকুণ্ডে ৪৪ জন করে এবং রাউজানে ৩৪ জনের নমুনায় ভাইরাসেরর উপস্থিতি ধরা পড়ে।  ১৯ জানুয়ারি চট্টগ্রাম জেলায় করোনভাইরাস শনাক্তের হার ৩০ শতাংশ ছাড়ায়।  এরপর থেকে তা ৩০ শতাংশের আশেপাশে ছিল।  রবিবার ৩৫ শতাংশ ছাড়ানোর সোমবার ৪০ শতাংশ ছুঁলো।
চিকিৎকরা বলছেন, ওমক্রিন ধরণের উচ্চ সংক্রমণ সক্ষমতা এবং জনসাধারণের স্বাস্থ্যবিধি মানায় অনীহার কারণে দ্রুত শনাক্তের হার বাড়ছে।
রবিবার বিকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে স্বাস্থ্যবিধি মানতে নগরবাসীর আগ্রহ কম।  চট্টগ্রাম শহরের আন্দরকিল্লায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে কয়েকশ জনের লাইনে দেখা গেছে টিকা নেওয়ার জন্য।  তাদের বেশিরভাগের মুখে মাস্ক থাকলেও শারীরিক দূরত্ব ছিল না।
চট্টগ্রাম নগরীতে যানবাহনের চালক-সহকারী ও যাত্রীদের অনেকের মুখেই নেই মাস্ক; বাসে দাঁড়িয়েও যাত্রী পরিবহন করা হচ্ছে।  চট্টগ্রাম নগরীতে যানবাহনের চালক-সহকারী ও যাত্রীদের অনেকের মুখেই নেই মাস্ক; বাসে দাঁড়িয়েও যাত্রী পরিবহন করা হচ্ছে।  চট্টগ্রাম শহরে ১ ও ৩ নম্বর রুটের মিনিবাস এবং বিভিন্ন রুটে টেম্পো, হিউম্যানহলার, ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও যাত্রীদের অনেকেরই মাস্ক দেখা যায়নি।  মিনিবাসগুলোতে দাঁড়িয়ে যাত্রী বহন করা হচ্ছে প্রতিদিনই।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে চট্টগ্রামে কোভিড শনাক্তের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে।  ১৩ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ১২ দিনে ৮ হাজার ৪৬৩ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১ লাখ ১২ হাজার ১১২ জনের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।  যাদের মধ্যে ৮২ হাজার ৮৬১ জন মহানগরীর বাসিন্দা।

ডিসি/এসআইকে/আরসি