চট্টগ্রামে ডেঙ্গুতে নতুন করে ১২৯ জন আক্রান্ত, নারীর মৃত্যু

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ১২৯ জন। একই সময়ে ঝর্না রানী নামে ৪৩ বছর বয়সী এক নারী মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে ৩৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
রবিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। ডেঙ্গুতে মৃত্যু হওয়া ঝর্না রানী নামে ওই নারী সাতকানিয়া এলাকার শুকুমারের স্ত্রী।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ডেঙ্গু উপসর্গ নিয়ে ২৭ আগস্ট রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হন নাছিমা। ২ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫২ জন রোগী।
এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৩৫ জন। এর মধ্যে আগস্ট মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ৩ হাজার ১১ জন। অন্যদিকে এবছর ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন।
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, সবার আগে সচেতনতা প্রয়োজন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আরও যতœবান হওয়া জরুরি। যেকোনো সময় ঘুমাতে গেলে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।

ডিসি/এসআইকে/এমএসএ