কাপ্তাইয়ে ৩৪ বিদেশফেরত হোম কোয়ারেন্টাইনে

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ৩৪ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা এতো নিজ নিজ এলাকায় প্রকাশ্যেই চলাফেরা করছিল বলে জানা গেছে। তবে প্রশাসনের নজরে আসার পর পরই তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কিন্তু বেশ কিছুদিন তারা উন্মুক্তভাবে ঘোরাফেরা করায় এসব সন্দেহভাজন বিদেশফেরত ব্যক্তিদের নিজ নিজ এলাকার সাধারণ মানুষদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কাউকে আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট উপসর্গ দেখা দেয়া মাত্র তা প্রশাসনকে জানানো এবং নিজে থেকে বাড়িতে সবার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে পরামর্শ দেয়া হয়েছে।
যে ৩ে৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা সবাই করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছে বলে নিশ্চিত করেছে পুলিশ, কাপ্তাই উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, বিদেশ থেকে আগত ব্যক্তিদের মধ্যে ভারত, ওমান, সিঙ্গাপুর, ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব, ইউনাইটেড স্টেট অব আমেরিকা (যুক্তরাষ্ট্র), যুক্তরাজ্য মালয়েশিয়া ফেরত ব্যক্তি রয়েছেন। এসব দেশ ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়ে ঝুঁকিপূর্ণ বিবেচিত হচ্ছে।
জানা গেছে, গত ১ মার্চ থেকে বিভিন্ন সময়ে বিমানযোগে বাংলাদেশে আগমন করে নিজ নিজ বাড়িঘরে ফেরেন এসব ব্যক্তি। এই তথ্যের ভিত্তিতে পুলিশ, কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ তাদের আগমনের তারিখ থেকে ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে থাকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহাম্মদ চৌধুরী বুধবার (১৮ মার্চ) দৈনিক চট্টগ্রামের এই প্রতিনিধিকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পর্যায়ে সকল কর্মচারীদের এই বিষয়ে অবহিত করা হয়েছে। করোনা ভাইরাসের জন্য উদ্ভুত পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সকলকে সতর্ক থেকে মাঠ পর্যায়ের সকল সংবাদ প্রতিদিন কন্ট্রোল রুমের মোবাইল নম্বর- ০১৮১১৪৪৩৫১৬ এ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিদেশ থেকে আগত হোম কোয়ারেন্টাইনে থাকা সকল ব্যক্তিকেই নিয়মিত পর্যবেক্ষণ ও তাদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আপডেট জানা যাচ্ছে।

ডিসি/এসআইকে/এমএ