১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে রেডিও প্রতীকের গণসংযোগ

খুলশী থানা প্রতিনিধি >>>
আগামি ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড হতে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করা রেডিও প্রতীকের প্রার্থী মো. মাহামুদুর রহমান মাহমুদ গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি রেডিও প্রতীকে কাউন্সিলর নির্বাচিত হলে পাহাড়তলী ওয়ার্ডকে কিশোর গ্যাং ও অপরাধমুক্ত পাহাড়তলী ওয়ার্ড গঠনে কাজ করবেন বলে ভোটারদের আশ্বস্থ করেন। পাশাপাশি ওয়ার্ডের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণে ওয়াসা ও রেলওয়ে কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করা এবং হতদরিদ্র সমাজের উন্নয়নে দায়িত্ব পালন করারও ওয়াদা করেন।
চসিক নির্বাচনে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে পরিচ্ছন্ন, মেধাবী, তরুণ ও বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মাহমুদুর রহমানের আলাদা সুনাম রয়েছে। ওয়ার্ডে বসবাসকারী খুলশী থানা ও পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দও মাহমুদুর রহমানের পাশে থাকছেন। তৃণমূল নেতা-কর্মীদের দাবি- তিনি বর্তমান কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের বিকল্প। তিনিই হচ্ছেন এখানকার ভবিষ্যত কাউন্সিলর।
ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা দৈনিক চট্টগ্রামকে জানান, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ মূলত মাহমুদুর রহমানের জন্য কাজ করছে। কারণ দলীয়ভাবে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি এই এলাকায় রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন। এছাড়াও তিনি নানান অপকর্মে জড়িত মর্মে ইতোমধ্যে সংবাদমাধ্যমেও এসেছে। আর সবচেয়ে বড় কথা তাকে মনোনয়ন দেয়ার ব্যাপারে থানা কিংবা ওয়ার্ড আওয়ামী লীগের মতামত গ্রহণ করা হয়নি। তাই রেডিও প্রতীকের প্রার্থী মাহমুদুর রহমানকেই আমরা বিজয়ী করতে কাজ করছি। আমরা মূলত নৌকার পক্ষে কাজ করবো। কাউন্সিলর হিসেবে রেডিও প্রতীককে বিজয়ী করতে ভোটারদের উদ্বুদ্ধ করছি।
মাহমুদুর রহমান দিনভর পাহাড়তলী ওয়ার্ডের মাস্টার লেইন উত্তর ও দক্ষিণ কলোনী, পাহাড়তলী পুলিশবিট ও পার্শ্ববর্তী এলাকায় নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। এসময় উপস্থিত ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের সদস্য ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক নুরুল আলম রাহাত, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হান্নান হীরা, আওয়ামী লীগ নেতা মো. ছিদ্দিক, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, খোরশেদ আলম, নেছার উদ্দিন, যুবলীগ নেতা মো. গোফরান, মাস্টার লেইন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

ডিসি/এসআইকে/এসজেপি