‘ডগ মাস ভ্যাকসিন’ কর্মসূচি চলছে সীতাকুণ্ডে

সীতাকুণ্ড প্রতিনিধি >>>
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ভ্রাম্যমাণভাবে বিচরণ করা কুকুরগুলোকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। গত ১৫ মার্চ (রবিবার) সকাল থেকে শুরু হয়ে এই ডগ মাস ভ্যাকসিন কার্যক্রম চলে বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত।
উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি হাতে নেয়। এর অংশ হিসেবে সারাদেশে জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র চালু হয়। টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে উপজেলায় ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন এলাকায় শতাধিক কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে ভ্রাম্যমাণভাবে ঘুরে বেড়ানো কুকুরগুলোকে ধরে ভ্যাকসিন দেয়া হচ্ছে।
গত ৪ দিনে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় সহস্রাধিক কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন দেওয়া কুকুরদের সনাক্তে লাল রং লাগিয়ে দেওয়া হচ্ছে।

ডিসি/এসআইকে/এমজেএ