করোনায় সতর্কতার আহ্বান জানিয়ে কাপ্তাই প্রেস ক্লাবের বিবৃতি

কাপ্তাই প্রতিনিধি >>> 
সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব একটি বৈশ্বিক দুর্যোগে পরিণত হয়েছে। বিশ্বের ২০১ টি দেশে ইতোমধ্যে এ ভাইরাসে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে ৭ লক্ষ মানুষ। মৃত্যুবরণ করেছেন প্রায় অর্ধলক্ষ। করোনা ভাইরাস থেকে সংক্রমণ রোগের নাম কোভিট-১৯। এই রোগটি আমাদের বাংলাদেশেও ছড়িয়েছে।
এ জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে দেশের মানুষকে এই মহামারি থেকে রক্ষা করতে পদক্ষেপ নিয়েছে। কাপ্তাইয়ে কর্মরত সংবাদকর্মীদের প্রাণের সংগঠন কাপ্তাই প্রেস ক্লাবও সকল নাগরিককে আহ্বান জানাচ্ছে নিজ ঘরে অবস্থান করে নিজেকে এবং পরিবারের অন্যান্যদের সুরক্ষায় ভূমিকা রাখতে। সেই সাথে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মাহফুজ আলম।
বিবৃতিতে বলা হয়, ২০১৯ সালের ডিসেম্বরে চিনের উহান শহরে এই ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার আগ পর্যন্ত এই নতুন ভাইরাস এবং রোগটি সবার কাছে ছিলো অজানা ও অপরিচ। এই রোগ থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন আচার-আচরণ, চলাফেরায় পরিবর্তন আনতে হবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি-ঘরের বাহিরে কারোই যাওয়া-আসা উচিৎ হবে না। মনে রাখতে হবে- আমাদের সামান্য অবহেলায় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই প্রয়োজন সচেতনতা-সতর্কতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সরকার, চিকিৎসক, এবং সর্বস্তরের সচেতন মানুষ এই ব্যাপারে সবাইকে সচেতন করছেন, তাদের নির্দেশনাগুলো আমাদের সবার নিরাপত্তার স্বার্থে মেনে চলা অতি প্রয়োজন। শুধু নিজেই সচেতন হলেই চলবে না- অন্যকেও সতর্ক করতে হবে। আপনার অসচেতনতার কারনে যেমন অন্যকেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে- তেমনি অন্যের অসচেতনতার কারনে আপনিও আক্রান্ত হতে পারেন করোনা ভাইরাসে। তাই জনস্বার্থে কাপ্তাই প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে সুস্থ ও নিরাপদে থাকতে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।

ডিসি/এসআইকে/এমএ