সরকারি ছুটি বাড়লো ২৫ এপ্রিল পর্যন্ত

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
নভেল করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির মেয়াদ আবারও বেড়েছে। এবার তা বাড়িয়ে করা হয়েছে ২৫ এপ্রিল পর্যন্ত। সরকারের সূত্রগুলো জানিয়েছে- এবার ছুটির মেয়াদ আরও সাত দিন বাড়ানোর চিন্তা থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় তা ২৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ হয়েছে। এবারসহ চতুর্থদফায় বাড়ানো হলো সরকারি ছুটি।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস এর আগে বলেছিলেন, সম্ভবত ছুটি কয়েক দিন বাড়তে পারে। বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, ষয়টি দেখা হচ্ছে।
তবে দুপুর দেড়টারি দিকেই জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির এই ঘোষণা জারি করে। সাধারণ এই ছুটিতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও যাত্রীবাহী সব ধরণের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞাও ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর নির্দেশনা আসছে বলে জানা গেছে। করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ দফা পর্যন্ত ছুটি বাড়ানোর পরিকল্পনা হচ্ছে।
তবে, গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে এই ছুটির আওতামুক্ত রাখা হবে বলে একাধিক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামি ২০ এপ্রিলের মধ্যে দেশের সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশনা রয়েছে সরকারের। ইতোমধ্যে বিজিএমইএ সদস্যভুক্ত ২৭৮ টি গার্মেন্টস প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছে। বাকীরাও আগামি ২০ এপ্রিলের মধ্যে পরিশোধ করবেন বলে জানা গেছে।

ডিসি/এসআইকে/এসএজে