তৃতীয়বারের মতো দাগনভূঞার মেয়র হলেন ফারুক, ভোট পড়ল ৩৭.৭৩%

ফেনী জেলা প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র হয়েছেন মো. ওমর ফারুক খান।  ৮ হাজার ২৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি।
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও দাগনভূঞা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী।  তিনি জানান, এবার দাগনভূঞা পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চার প্রার্থী।  এর মধ্যে নৌকা প্রতীকে মো. ওমর ফারুক খান পেয়েছেন ৮ হাজার ২৩৪ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের সাইফুর রহমান স্বপন পেয়েছেন ৯৩৯ ভোট।  এছাড়া জাতীয় পার্টির বিনোদ বিহারী ভৌমিক ১১৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী তারেক আজিজ খান ৬১ ভোট পান।
পৌরসভায় এবার মোট ভোটার ছিলেন ২৪ হাজার ৭২ জন।  ভোট দিয়েছেন ৯ হাজার ৩৫৩ জন।  এ পৌরসভায় এবার ৩৭ দশমিক ৭৩ শতাংশ ভোটার ভোট দেন।

ডিসি/এসআইকে/এমএসএ