স্বাচ্ছন্দে বান্দরবান ভ্রমণে ট্যুরিস্ট বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি >>>
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ট্যুরিস্ট বাস সার্ভিসের মাধ্যমে পর্যটন জেলা বান্দরবান আজ থেকে আরো এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে পর্যটকরা এসি ও নন এসি ২টি বাসের মাধ্যমে জেলার সকল বিনোদন কেন্দ্রে ভ্রমণ করতে পারবেন। আর এই বাস ভ্রমণে পর্যটকেরা যেমন নিরাপত্তা পাবেন তেমনি পাবেন স্বল্পমূল্যে ভ্রমণের সুযোগ। স্বাচ্ছন্দে বান্দরবান ভ্রমণে এই ট্যুরিস্ট বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ট্যুরিস্ট বাসের উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ট্যুরিস্ট বাস সার্ভিস এর উদ্বোধন উপলক্ষে হোটেল হিলভিউ এর কনফারেন্স হলে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকদের সুবিধা ও বিনোদনের জন্য বান্দরবান সদরের স্বনামধন্য হোটেল হিলভিউ এর পক্ষ থেকে চালু করা হয় এই ট্যুরিস্ট বাস সার্ভিস।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি আবদুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, হোটেল হিলভিউর কর্ণধার হাজী আবুল কাশেম সওদাগর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশসহ জেলার বিভিন্ন শ্রমিক-মালিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হিলভিউ হোটেলের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত এই বাস এখন থেকে প্রতিদিন পর্যটকদের নিয়ে সকালে বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র নীলগীরির উদ্দেশ্যে হোটেল ছাড়বে এবং যাত্রা পথে শৈল প্রপাত, চিম্বুক পাহাড়সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ভ্রমণ শেষে আবার বিকেলে বান্দরবানে ফেরত আসবে।

ডিসি/এসআইকে/এমজেকে