বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ ফটিকছড়িতে

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সর্বস্তরের মানুষ।  শনিবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফটিকছড়ি উপজেলা পরিষদ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সালামত উল্লাহ চৌধুরী শাহীন প্রমুখ।
জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।  এরপর ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতারের নেতৃত্বে ফটিকছড়ি থানা পুলিশের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  পর্যায়ক্রমে ফটিকছড়ির নানা শ্রেণি পেশার মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  ফুলে ফুলে ভরে উঠে ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপন করা জাতির পিতার প্রতিকৃতি।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর উপজেলার জহুরুল হক হল রুমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন বেসরকারি সংগঠনসহ অনেকেই মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে।  জাতীয় এই শোকের দিনে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।  ফটিকছড়িসহ সারা দেশে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি।

ডিসি/এসআইকে/এমজেইউ