চট্টগ্রামে ৭ মার্চ পালিত

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
চট্টগ্রামে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচিতে ৭ মার্চ পালন করেছে।  সোমবার (৭ মার্চ) থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ছিল সাধারণ মানুষের বোধগম্য সঠিক নির্দেশনা।  এতে তিনি যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানান।  ৭ মার্চ আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অবিনাশী শক্তি।  যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে আমরা রাজপথে থেকে তাদেরকে মোকাবেলা করবো এবং দেশ থেকে তাদেরকে নির্মূল করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ’।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন বলেন, ‘৭ মার্চ বাঙালি জাতির ঐতিহাসিক দিন।  মুক্তিযুদ্ধে বিজয় এসেছে এবার অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে লড়তে হবে একসাথে’।
নগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগরের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, জহিরুল আলম দোভাষ ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমন্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী ও নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র।  উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুনীল কুমার সরকার ও ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা শফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক।
এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগ নেতারা।
অন্যদিকে চশমা হিলে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় নগর কমিটির সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণটি জাতিকে মুক্তির নির্দেশনা দিয়েছিল।  আজ মুক্তির লড়াই চলছে সেই লড়াইয়ে নারী সমাজকে শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে।  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা যারা নারী সমাজের প্রতিনিধিত্ব করি তাদেরকে ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সকল অর্জনের বার্তা পৌঁছে দিতে হবে’।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, প্রচার সম্পাদক জেবুনন্নেছা চৌধুরী, খুরশিদা বেগম, হাসিনা আক্তার টুনু, শারমিন ফারুক, হুরে আরা বিউটি, আয়শা আলম, রহমতুন্নেছা প্রমুখ।
৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘ঐতিহাসিক ৭ই মার্চ এর ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের অত্যন্ত গৌরবময়।  বাঙালির ‍হৃদয়ের কথা বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে সেদিন ধ্বনিত হয়েছিল’।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসমাইল খান বলেন, ‘সাতই মার্চই ছিল বাংলাদেশের স্বাধীনতার মৌলিক ঘোষণা, বাংলার স্বাধীনতা, বাঙালির মুক্তির হালখাতা।  ভৌগোলিক সীমারেখা শুধু স্বাধীনতা নয়।  বঙ্গবন্ধুর ভাষণে মানুষের মুক্তি ও বাঁচার আকাঙ্ক্ষা-আকুতি সম্পূর্ণ পরিস্ফূটিত হয়েছিল’।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, ডা. শফিউল আজম, ডীন অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, ডীন অধ্যাপক মনোয়ার উল হক শামীম, ডা. অধ্যাপক আকরাম পারভেজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরিন, ডা. আইরিন সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম সায়েন্টিফিক জার্নালের মোড়ক উন্মোচন করা হয়।
সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলা ও নগর শাখার উদ্যোগে ৭ মার্চের আলোচনা সভায় নগরীতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু বলেন, ‘সাতই মার্চের ভাষণ একই সাথে ছিল আমাদের স্বাধীনতার ঘোষণা এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের অপারেশন অর্ডার।  সেদিন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সুপ্রিম কমান্ডার হিসেবে একটি চমৎকার যুদ্ধ পরিকল্পনা দিয়েছিলেন।  ওই ভাষণ ছিল একটি বিপ্লব।  যা পাকিস্তানের দীর্ঘদিনের শোষণ বঞ্চনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সূত্রপাত ঘটায়’।
সংগঠনের নগর যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, নগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জাহিদ হোসেন শরীফ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান, সাহেদ মুরাদ সাকু।

ডিসি/এসআইকে/আরএআর